বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এবং এসআইডি-সিএইসটি-ইউএনডিপি এর সহযোগিতায় বান্দরবানে বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২নভেম্বর) সকালে শহরের মুক্ত মঞ্চের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নানান দাবিতে সম্মেলনে বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা অংশ নেন।
বক্তারা পার্বত্য জেলায় নিয়ন্ত্রণহীন ভাবে পাহাড় কাটা, গাছ কাটা এবং পাথর উত্তোলনের তীব্র বিরোধিতা করেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় সকল জনসাধারণের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানানো হয় সম্মেলনে।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ, জেলা কর্মকর্তা (সারিপ প্রকল্প) রামবাদু ত্রিপুরা (স্টিভ), সিএইসটিডব্লিউ সিএ ম্যাগডেলিন ত্রিপুরা, ডব্লিউজি ইইএস সিং ম্যা প্রু ডব্লিউ ও পরিবেশ বাদি সংগঠনের নেতৃবৃন্দ সহ সংবাদকর্মীরা।
রুমায় চলতি বছরের বিভিন্ন মাসে ভিজিডি চাল না দেওয়ার অভিযোগ
গুইমারায় ৩ ইউপি নির্বাচনে নৌকার বিজয়, স্বতন্ত্র প্রার্থীদের ভরাডুবি
রাত পোহালেই ইউপি নির্বাচন, কেন্দ্রে পাঠানো হলো উপকরণ।
প্রতিদিন সংবাদ এর আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন