খাগড়াছড়ি গুইমারা উপজেলার তিনটি গুইমারা, হাফছড়ি, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গুইমারা, ইউনিয়নে আনারসের প্রার্থী স্বতন্ত্র কংজরী মারমা, হাতপাখা মাগফার হোসেন, হাফছড়ি ইউপি’তে স্বতন্ত্র প্রার্থী আনারস সাশ্যেঅং মারমা, ও মোটরমাইকেল প্রার্থী আইয়ুব আলী, সিন্দুকছড়িতে স্বতন্ত্র আনারস সুধুঅং মারমা ও আনুমং মারমা পরাজিত হয়েছেন। বৃহস্পতিবার ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ১নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা প্রতীকের বাবু নির্মল নারায়ন ত্রিপুরার ৪৬৪৫ ভোট, স্বতন্ত্র প্রার্থীদ্বয় আনারস প্রতীকে ২৪১১ ভোট পেয়েছেন, হাতপাখা প্রতীকে মাগফার হোসেন পেয়েছেন ৫৯৪ ভোট। ২২৩৪ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী বাবু নির্মল নারায়ন ত্রিপুরা জয়লাভ করেন। এদিগে হাফছড়িতে নৌকার বিদ্রোহী প্রার্থী মোটসাইকেল মার্কায় আইয়ুব আলী পান ৩১৭০ ভোট, আনারস পেয়েছেন ২৬৪৫, হাতপাখা প্রতীক পেয়েছেন ৪৬০ ভোট, নৌকা ৪৮৮৩ পেয়ে ১৭১৩ ভোটে জয় লাভ করেন।
সিন্দুকছড়িতে নৌকার প্রার্থী বাবু রেদাক মারমা পান ২৪৭৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে পান ১৯৬১ ভোট। নৌকার প্রার্থী রেদাক মারমা ৫১২ ভোটে জয় লাভ করেন।