আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুবাইয়ের মাঠে বাংলাদেশ সময় রাত আটটায় অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের মুখোমুখি হয়ে অষ্ট্রেলিয়ার ব্যাটের আঘাতে এশিয়া মহাদেশের বিদায় নিতে হলো বিশ্বকাপ টি-টোয়েন্টি আসর থেকে। এই আসরে পাঁচ ম্যাচের চারটিতে ফিফটির দেখা পাওয়া বাবর আজম পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দিয়েছিল। কিন্তু অষ্ট্রেলিয়ার ব্যাটে-বলে চার ছোক্কার আঘাতে উড়িয়ে দিয়েছে এশিয়ার মহাদেশের টি-টোয়েন্টিতে ঠিকে থাকা একমাত্র শেষ সম্বল শেষ আকর্ষণ ছিল পাকিস্তান ক্রিকেট টিম। শেষমেশ এই দলটি অষ্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিল পুরো এশিয়া মহাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট টিমের দলগুলোকে।
অন্যদিকে অজি দলকে নেতৃত্ব দিয়ে সেমিতে তুললেও ব্যাটিংয়ের চমক দেখাতে পারেননি অজির ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। আজ ফাইনালে পৌঁছাতে দুই অধিনায়ককেই তুমুল লড়াইয়ের চোখে পড়ার মতো আপ্রাণ চেষ্টা চালিয়ে ছিল। কিন্তু ১ম ইনিংসে পাকিস্তান ১৭৬ রান করে রিজোয়ান ৬৭(৫২) ও জামান ৫৫(৩২) অষ্ট্রেলিয়াকে টার্গেট দেয়। ২য় ইনিংসে অষ্ট্রেলিয়া ব্যাট করতে মাঠে নামে। প্রথম ১০ ওভারে মধ্যে অষ্ট্রেলিয়ার রান ৮৬ তে ছিল।
এরপর মাঝামাঝিতে তেমন রান গড়তে পারেনি। ততক্ষণে ৩ উইকেট আউট হয়ে মাঠের বাহিরে চলে যেতে বাধ্য হয়। ৫ম উইকেট আউট হওয়ার পর ৮৯ রান করে আউট হয়ে ৬ম উইকেটে মাঠে নামেন মারকাস ষ্টোইনিস। এরপর ম্যাটিউ অয়াদে ও মারকাস ষ্টোইনিস জুটিতে গড়তে গড়তে চার-ছোক্কা উড়িয়ে ২৪ বলে ৫০ রান দরকার। অষ্ট্রেলিয়াকে জিততে হলে আরো ২ ওভারে ২২ রান দরকার। ততক্ষণে পাকিস্তানের পেস বলার শাহীন আফ্রিদি ১৯ ওভারে বল করতে নেমেই ম্যাটিউ অয়াদে পর পর ২টি ছোক্কা ও ১টি চার খেলে মাঠি বাহিরে বল উড়িয়ে দেই। অষ্ট্রেলিয়ার তখনি মাত্রই প্রয়োজন ৬ রানের। শাহীন আফ্রিদির ১৯ ওভারে শেষ বলে ম্যাটিউ অয়াদে শেষ বলটিও ছোক্কা হাঁকিয়ে ভাব ভঙ্গি করে মাঠের সীমানা পার করিয়ে দিয়ে জিতে যান অষ্ট্রেলিয়া। অষ্ট্রেলিয়ার ম্যাটিউ অয়াদে ৪১(১৭), মারকাস ষ্টোইনিস ৪০(৩১)। অষ্ট্রেলিয়া এক ওভার বাকী থাকতে ১৯ ওভারে ১৭৭ রান করে জিতে ফাইনাল খেলার নিশ্চিত করলো নিউজিল্যান্ডের বিপক্ষে।
স্কোরঃ পাকিস্তান ২০ ওভারে- ১৭৬ রান ৪ উইকেট ও অষ্ট্রেলিয়া ১৯ ওভার- ১৭৭ রান ৫ উইকেট।
গুইমারায় ৩ ইউপি নির্বাচনে নৌকার বিজয়, স্বতন্ত্র প্রার্থীদের ভরাডুবি
রাত পোহালেই ইউপি নির্বাচন, কেন্দ্রে পাঠানো হলো উপকরণ।