রান্না ঘরের চুলার আগুনে মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় খাগড়াছড়ির মানিকছড়ির বিধবা ম্রাসাং মারমার বাড়ি। শেষ হয়ে গেল তার মাথা গোজার ঠিকানা। গায়ের পোশাক ছাড়া আর কিছুই রইল না অবশিষ্ট।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে রান্না ঘরের আগুন থেকে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরের সব পুড়ে ছাই হয়ে যায়। অবশিষ্ট বলতে গায়ের কাপড় ছাড়া আর কিছুই রইল না পরিবারের ৩ সদস্যদের। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ম্রাসাং মারমা থাকেন উপজেলার ৪নং তিনটহরী ইউনিয়নে ৬নং ওয়ার্ডে রাইংগাপাড়া গ্রামে।
বাঁশের তৈরি ঘর হওয়ায় একালাবাসী ঘটনাস্থলে পৌঁছার আগেই সমস্ত বাড়িতে আগুন লেগে যায়। উদ্ধার করা যায়নি ঘরে থাকা হাঁস-মুরগীসহ অন্যান্য কোনো মালামাল।
খরব পেয়ে উপজেলার যুব রেড ক্রিসেন্টের একটি দল সেখানে গেলেও কিছুই করার ছিলনা তাদের। এলাকাবাসী, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্ট তাৎক্ষণিক খাবার ও বস্ত্রের ব্যবস্থা করেন। তিনটহরী ইউপি সদস্য মেম্বার মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গুইমারায় ৩ ইউপি নির্বাচনে নৌকার বিজয়, স্বতন্ত্র প্রার্থীদের ভরাডুবি
রাত পোহালেই ইউপি নির্বাচন, কেন্দ্রে পাঠানো হলো উপকরণ।