বিছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে ৩ ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (১১ নভেম্বর)। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন চলে। এতে অধিকাংশ কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে ভোট গ্রহন শুরু হয়। তবে কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ তোলেন এক চেয়ারম্যান প্রার্থী।
এছাড়া ৩ ইউনিয়নে বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন গুলোর বিভিন্ন কেন্দ্র সরজমিন ঘুরে দেখা গেছে, দুরদুরান্ত থেকে ভোটাররা এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার খবর পাওয়া যায়নি।সকাল থেকেই ৩ ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ছিলো পুলিশ, আনসার বাহিনীর তৎপরতা। পাশাপাশি সেনাবাহিনী,বিজিবি সার্বক্ষনিক টহল অব্যাহত ছিলো।
এদিকে উপজেলার ৩টি ইউনিয়নের কিছু ভোট কেন্দ্র পরিদর্শন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই সহকারি কমিশনার (ভূমি) মইনুল হোসেন চৌধুরী, কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী প্রমুখ।
এদিকে কাপ্তাই ইউনিয়নের ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রের বাইরে দুই ইউপি সদস্য প্রার্থীর সর্মথকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়া নির্বাচনের ভোট গ্রহণের শেষ বেলায় রাইখালি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ প্রার্থী থোয়াই চা প্রু চৌধুরী নির্বাচনের আগের রাতে কয়েকটি ওয়ার্ডে ভোট গ্রহণে অভিযোগ এনে ওয়ার্ডগুলোতে নির্বাচন স্থগিত করা দাবি জানিয়েছেন।
তিনি জানান, এখানে একটি অজ্ঞাত বাহিনী কাজ করছে, ভালুকিয়ার কালামাইস্যা ভোট কেন্দ্রে পরিদর্শনে গিয়ে শুনেছি সেখানে আগের রাতেই নাকি ভোট হয়ে গিয়েছে, পরবর্তীতে ভ্যালুকিয়া কেন্দ্রে গিয়ে দেখি সেখানে ভোটার উপস্থিতি নেই। সেখানে আমার এজেন্টদের ভয়ভীতি দেখানোয় তারাও পালিয়ে গিয়েছে। তিনি রির্টানিং অফিসারের কাছে লিখিত অভিযোগে রাইখালি ইউনিয়নের ১,৪,৭,৮ ও ৯নং ওয়ার্ডে ভোট গ্রহণ অবৈধ ঘোষণা করে সেসব ওয়ার্ডে পূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন। এই বিষয়ে জানতে চাওয়া হলে রাইখালী ইউনিয়নের নির্বাচনের দায়িত্ব পালনকারী রিটানিং অফিসার ফজলে রাব্বি মজুমদার জানান, অভিযোগ পেয়েছি ওখানকার আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে সিন্ধান্ত নেওয়া হবে।