( বুধবার ) সকাল দশটায় রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব তাপস কুমার চাকমা, আহ্বায়ক, কাবাডি উপ-পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর মোদদাছ্ছের হোসেন, পুলিশ সুপার, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোহাম্মদ শফিউল আজম, সাধারণ সম্পাদক, রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা। জনাব মোঃ আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক, রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদা বেগম এবং রাঙ্গামাটি জেলার ক্রীড়া সংস্থার স্বাবেক সভাপতি শুনীল কান্তি দে।
নানিয়ারচর উপজেলার বালিকা কাবাডি দল লংগদু উপজেলা বালিকা কাবাডি দলের বিপক্ষে খেলায় অংশগ্রহণ করে ৪৬ পয়েন্ট পেয়ে নানিয়ারচর উপজেলা বালিকা কাবাডি দল ফাইনাল রাউন্ডে খেলার গৌরব অর্জন করে এবং বিপক্ষ দল লংগদু ৮ পয়েন্ট পায়। ফাইনালে ৩৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পীয়ন হয় জুরাছড়ি উপজেলা এবং ২৫ পয়েন্ট পেয়ে রানারআপ হয় নানিয়ারচর উপজেলা বালিকা কাবাডি দল।
আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা ২০২১ নানিয়ারচর উপজেলা অনুর্ধ্ব ১৯ বালক-বালিকা দলের নেতৃত্ব দেন নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিপন দাশ এবং টিম কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ক্রীড়াবিদ জনাব আবুল বাসার চৌধুরী।
এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মীর মোদদাছ্ছের হোসেন, তিনি বলেন আমাদের জাতীয় খেলা হলো কাবাডি এই খেলা প্রসারিত হওয়ার অফুরন্ত সুযোগ সুবিধা এবং সম্ভাবনা রয়েছে। সারা পৃথিবীতে এখন ধীরে ধীরে এই খেলার দিকে নজর পড়েছে, এটি এমন একটি খেলা যেখানে তেমন কোনো জায়গা বা খরচের প্রয়োজন হয় না শুধুমাত্র সামান্য একটি জায়গা এবং খেলোয়াড় থাকলে খেলাটির আয়োজন করা সম্ভব। তিনি আরো বলেন খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য যাতে করে আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করতে পারে।
রুমায় চলতি বছরের বিভিন্ন মাসে ভিজিডি চাল না দেওয়ার অভিযোগ
গুইমারায় ৩ ইউপি নির্বাচনে নৌকার বিজয়, স্বতন্ত্র প্রার্থীদের ভরাডুবি
রাত পোহালেই ইউপি নির্বাচন, কেন্দ্রে পাঠানো হলো উপকরণ।
প্রতিদিন সংবাদ এর আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন