কাউখালী প্রতিনিধিঃ
৷৷ সন্ধান চাই ৷৷
নাম- অমল কৃষ্ণ চাকমা, পিতা- গৌরাঙ্গ চাকমা, গ্রাম- মহাজন পাড়া (ঘাগড়া), কাউখালী, রাঙামাটি।
সে গত পরশু গত ৭ অক্টোবর আনুমানিক রাত ১২টায় নিজ বাড়ী মহাজনপাড়া (হ্যালো চম্পাতলী), ঘাগড়া থেকে বেড়িয়ে যায়। তার গায়ের রং সিমলা ফর্সা। ৫’-৫’’ লম্বা। তার পরনে শুধু একটি হাফ প্যান্ট ছিল। সে দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভূগছিলেন। হঠাৎ তার রোগ বেড়ে গিয়ে অচেতন অবস্থায় রাতে বাড়ি থেকে কারো অজান্তে বেড়িয়ে যায়। অনেক খোজাখুজির পরেও পাওয়া যাচ্ছে না। গত ৯ অক্টোবর বিকালে কাপ্তাই কর্ণফুলী কলেজ, বারঘোনিয়া ও লিচু বাগান এলাকায় ২/৩ জনের নজরে পড়ে। কিন্তু ঐ এলাকায় গতকাল এবং আজ ১০ অক্টোবর সবখানে পোষ্টারসহ লিফলেটের মাধ্যমে খোজাখুজি করে কোথাও ঐসব এলাকায় পাওয়া যায়নি। যদি কোন হ্নদয়বান ব্যক্তি তাকে দেখতে পান তাহলে আটক বা ধরে নিম্নের নম্বরে কল করার বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিঃ দ্রঃ এ ব্যাপারে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা প্রশাসনের নিকট একান্তভাবে সাহায্য সহযোগিতার জন্য অশেষভাবে কামনা করছি।
মানবতার জয় হোক। ধন্যবাদ।
বিনয়ান্তে
★ নিউটন চাকমা (সাংবাদিক)
(হারিয়ে যাওয়ার আপন বড় ভাই)
মোবাইলঃ- 01644609186
★ গৌরাঙ্গ চাকমা (বাবা) –
মোবাইলঃ 01552506211
★ পূর্ণধন চাকমা, ইউপি মেম্বার, ঘাগড়া,৷ মোবাইলঃ- 01811939763,