উথোয়াইচিং মারমা;(বান্দরবান প্রতিনিধি):
বান্দরবান বাজারের চৌধুরী মার্কেট সংলগ্ন টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ টি দোকান ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে বান্দরবানের ফায়ার সার্ভিসের ইউনিট , সেনাবাহিনী, পুলিশ , রেড ক্রিসেন্ট সহ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রা মিলে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাজারের মিউজিক ভিডিও ইলেকট্রনিক্স দোকান থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে মিউজিক ভিডিও ইলেকট্রনিক্স দোকানের এক কর্মচারী প্রতিদিনের মতো গোসল করতে যাওয়ার সময় দোকানের ভিতর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন বাজারের বেশির ভাগ অংশ গ্রাস করে। বাজারের বেশির ভাগ ব্যবসায়ী দোকান হতে মালামাল বের করতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে।
এদিকে ঘটনার পর স্থানীয় কাউন্সিলর, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এলাকাটি পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন ভূঁইয়ার জানান, আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে, তবে আগুনের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ আমরা তদন্ত করছি। তদন্ত শেষ হলে নির্দিষ্ট পরিমাণ জানা যাবে।