অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম আবাসিক এলাকার কলাবাগান বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার অভিযোগে কলাবাগানের এক হার্ডওয়্যার দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪৩ ও ৫১ ধারায় ০১ টি মামলা দেওয়া হয় এবং ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, স্যানিটারী পরিদর্শক মোঃ ইলিয়াস ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।