অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :-
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য কাপ্তাই উপজেলাধীন তিনটি ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার (৭ নভেম্বর)। কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি কলেজে বাংলাদেশ নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস কাপ্তাইয়ের আয়োজনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে ২৭ জন প্রিজাইডিং অফিসার, ৯৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১৮৮ জন পোলিং অফিসার এবং রিজার্ভ হিসেবে ০২ জন প্রিজাইডিং অফিসার, ৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮ জন পোলিং অফিসার সহ সর্বমোট ৩শ’ ২৫ জন উপজেলাধীন বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণে অংশ নেয়। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন রাঙামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান, কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার, বিলাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা নির্বাচন অফিসার সালমা নাজনীন, রাজস্থলী উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া, রিটার্নিং অফিসার ও পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ফজলে রাব্বী মজুমদার।