বিপ্লব দাশ,নিজস্ব প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় ভ্রমনে গিয়ে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে জুয়েল নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। জুয়েল (৪০) চট্টগ্রাম মুরাদপুরের আব্দুল মান্নানের ছেলে বলে জানা যায়, জুয়েল লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকায় ফার্মেসি ব্যাবসায়ী সামশুদ্দোহা কায়েস এর বড় জামাতা। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ফ্যামিলি সহ নদী পথে মাতামুহুরী নদী পথে ভ্রমণে যায়।
বুধবার (২৩ ডিসেম্বর২০২০ইং) সকালে নদী পথে ইয়াংছা বদুরঝিরি রাস্তার মাথায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।স্থানীয় লোকজন অনেক খোজাঁখুজি করে তাকে মৃত উদ্বার করেন।
লামা থানার (ওসি)তদন্ত আলমগীর হোসেন এই বিষয়ে বলেন, আমরা খরব পেয়েছি,ঘটনাটি অত্যান্ত দুঃখজনক, আমদের পুলিশ টিম ঘটনাস্থলে পাঠিয়েছি।