মোঃ সাদ্দাম হোসেন,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি):
খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলাস্থ এস.এস.সি ও এইচ.এস.সি পরিক্ষার্থী ত্রিপুরা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৪ নভেম্বর) সকালে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, মাটিরাঙ্গা উপজেলা ও কলেজ শাখার আয়োজনে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রবাস কান্তি ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন,ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার সাবেক সভাপতি হেমেন্দ্র ত্রিপুরা, সাধারণ সম্পাদক বরন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জয় প্রকাশ ত্রিপুরা এবং বর্তমান সভাপতি নয়ন ত্রিপুরা।
বক্তারা বলেন,প্রথমত নিজেকে ভালোবাস, নিজের উপর আস্থা রাখো। তবে তুমি সফল হবে। সাফল্য তোমাকে স্পর্শ করবে। নিজের যোগ্যতা নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। কাজকে ভালোবাসতে হবে, কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে।