সংবাদ দাতা।
আলীকদম প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদম উপজেলায় ৩য় ধাপের আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি’র সাবেক নেতা ও ২ নং চৈক্ষ্য ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।
আজ মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা নির্বাচন অফিসারের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার কয়েকজন সমর্থক উপস্থিত ছিলেন।
২ নং চৈক্ষ্য ইউপি’র সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ জয়নাল আবেদীন বলেন, ২ নং চৈক্ষ্যং ইউনিয়নবাসীর কাছে আমি অতি চেনা মুখ। কারণ আমি বিগত সময়ে ৫ টি বছর আমার ইউনিয়নের জনগণের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। তাই আজ আমি চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছি।
তিনি বলেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।