অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকার সীতারঘাট সড়কে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক আহত হয়েছে।
ঘটনাসূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২টায় (চট্রগ্রাম থ-১২-৯৫৪৬) নং এর সিএনজিটির চালক গাড়িবোঝাই করে পল্টি মুরগি নিয়ে চন্দ্রঘোনা হতে কাপ্তাই আসার পথে সীতারঘাট
এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়, এবং চালক অনিল কান্তি নাথ(৫৫) গুরুতর ভাবে আহত হয়।
এদিকে শিলছড়ি এলাকার ইউপি সদস্য মাহাবুব আলম সহ লোকজন আহত চালককে উদ্বার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
কাপ্তাই থানার ওসি মো.নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহত চালককে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেয়া হয়েছে এবং দুর্ঘটনা কবলিত সিএনজিটি থানা হেফাজতে রয়েছে।