মো. রবিউল হোসেন, নিজস্ব প্রতিনিধি:- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দস্থ ডলু উচ্চ বিদ্যালয় ও ডলু কামাল বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) স্বেচ্ছাসেবী সংগঠন মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন (এমবিডিএ)’র সহযোগিতায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে দুই বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের এডমিন মো. তাজুল ইসলাম বলেন, মানুষের জীবন বাঁচাতে, জরুরী রক্তের প্রয়োজন মেটাতে নিরলসভাবে কাজ করছে আমাদের সংগঠন। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মানবিক সংগঠনটির এডমিন মো. তাজুল ইসলামের নেতৃত্বে রক্তের গ্রুফ নির্ণয় কর্মসূচীর কার্যক্রমে সহযোগী ছিলেন এডমিন মোঃ জাকারিয়া, কার্যকরী সদস্য আরিফ হোসেন, সহ-কার্যকরী সদস্য মনির হোসেন, সাকিব হোসেন, শাহাদাত হোসেন, মো. কামাল হোসেন ও মিজানুর রহমান।