মো. রবিউল হোসেন, নিজস্ব প্রতিনিধি:– ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার থলিপাড়া ধর্মসুখ বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম উৎসব দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে সকালে বৌদ্ধ নর-নারীদের পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, চীবর দান, কল্পতরু দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দানসহ নানাবিধ দান করা হয়।
বিহার অধ্যক্ষ ইন্দা সারা থের সভাপত্বিতে ও ভন্দন্ত ক্ষেমাসারা থের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, প্রধান ধর্ম দেশক ছিলেন খাগড়াছড়ি মং সার্কেল ভিক্ষু সংঘের সিনিয়র সহ-সভাপতি ও সুচিতা লাংগরা বৌদ্ধ বিহার অধ্যক্ষ পঞঞাসামি মহাথের এবং আশির্বাদক ছিলেল চৌংরাছড়ি গৌতম বৌদ্ধ বিহার ও সাসনা রক্ষিতা ভিক্ষু সংঘের প্রধান উপদেষ্টা আভিঞানা মহাথেরো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ম্রাগ্য মারমা। এর আগে অতিথিগণ থলিপাড়া ক্ষেমাসারা নিন্ম মাধ্যমিক বিদ্যলয় উদ্বোধন করেন।
অনুষ্ঠানে দেশ জাতি সবার মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।