ওমর ফারুক আকাশ,গুইমারা:
গুইমারা থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে গুইমারায় উদযাপিত হয়েছে ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২১’। শনিবার (৩০ অক্টোবর) এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বের করা হয় বর্ণাঢ্য র্যালী।
গুইমারায় উপজেলায় জনমিলন কেন্দ্রের হলরুম থেকে সকাল সাড়ে ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়। গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুষার আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বাবু মেমং মারমা, উপজেলা মহিলা ভাইচ-চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি বাবু বিপ্লব কুমার শীল, গুইমারা মডেল সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ বাবলু হোসেন প্রমুখ।
সভা শেষে পুলিশ ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়।
পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মতো গুইমারাও শনিবার ৩০ অক্টোবর “কমিউনিটি পুলিশিং ডে” পালন করা হয়।