আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
“মুজিববর্ষে পুলিশ নীতি- জনসেবা আর সম্প্রীতি” এ শ্লোগানে আলীকদমে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২১। সকালে আলীকদম থানা পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকালে আলীকদম থানার আয়োজনে পালিত হল কমিউনিটিং পুলিশিং ডে। আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) নাছির উদ্দীন সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোঃ জামাল উদ্দিন সভাপতি আলীকদম উপজেলা কমিউনিটি পুলিশ কমিটি।
কমিউনিটি পুলিশিং সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ শফিকুর রহমান (ওসি তদন্ত) আলীকদম থানা, জনাব মোঃ নাছির উদ্দীন বিএ চেয়ারম্যান আলীকদম সদর ইউপি ও সাবেক সভাপতি আলীকদম উপজেলা আওয়ামী লীগ,জনাব মোঃ ফেরদৌস রহমান চেয়ারম্যান, ২নং চৈক্ষ্যং ইউপি ও সাংগঠনিক সম্পাদক আলীকদম উপজেলা আওয়ামী লীগ, জনাব ফোগ্য মারমা চেয়ারম্যান ৩নং নয়াপাড়া ইউপি ও সাংগঠনিক সম্পাদক আলীকদম উপজেলা আওয়ামী লীগ, আলীকদম থানার সকল পুলিশ সদস্য ও সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মুলের পাশাপাশি নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকের কালাে থাবা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে কমিউনিটি পুলিশিং সদস্য সহ সকলের সর্বাত্তক সহযোগীতা কামনা করেন।
কমিউনিটি পুলিশিং এর মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধ প্রতিরোধ করা,আলীকদম থানা পুলিশ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সহ সর্বস্তরের জনগণের সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধ তথা খুন, গুম,ধর্ষণ, মাদক প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে আলীকদম থানা পুলিশ সীমান্ত অপরাধ তথা অবৈধ চোরাচালান মাদক পাচার রোধকল্পে কার্যকরী ভুমিকা পালন করে যাচ্ছে বলে জানান বক্তারা।