অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এসময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরীসহ কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কাপ্তাইয়ে ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে এবং উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ হাজার ৫শ’ জনকে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।