ইউনুছ আরফিন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান জনাব সুদর্শন চাকমা।
আজ বুধবার (২৩ ডিসেম্বর ২০২০) সকাল ১১ ঘটিকার দিকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণেরর উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফুল ইসলাম।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এতিমখানা ও শিশু সদনসহ দুস্থ ও অসহায় পরিবারের জন্য ৪ হাজার ৫০০ কম্বল বিতরণ করেছে উপজেলা পরিষদ।
এ সময় ৮টি ইউনিয়নের ৭টি তে ৩০০ ও বৃহৎ সাজেক ইউনিয়নে ৪৫০টি, পৌরসভায় ৪৫০টি কম্বল বিতরণের পাশাপাশি অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হবে জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে এসব কম্বল তুলে দেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা।
এ সময় পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন, ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন।
আরো পড়ুন……