অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক প্রয়াত ডাঃ মং স্টিফেন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকীতে বুধবার(২৩ ডিসেম্বর) শ্রদ্ধা নিবেদন করলেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্স এবং কর্মচারীরা।
এইসময় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল সংলগ্ন পরিচালকের বাসভবন চত্বরে প্রয়াতের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।
শ্রদ্ধা নিবেদনকালে এইসময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্স এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এই অঞ্চলের চিকিৎসা সেবার অগ্রদূত চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ মং স্টিফেন চৌধুরী ২০১৫ সালের ২৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
তাঁর প্রয়াত পিতা হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ এস এম চৌধুরীও ছিলেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন একজন চিকিৎসক।
আরো পড়ুন……
রাঙামাটি প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও সম্পাদক-কে নানিয়ারচর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা।