আলীকদমপ্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত নৌকার প্রতীক পাওয়ায় বর্তমান ইউনিয়ন পরিষদের ৪ চেয়ারম্যান কে ১ হাজারের অধিক গাড়ির বহর নিয়ে স্বাগত জানিয়ে বরন করে নিলেন আলীকদমের চার ইউনিয়নের কয়েক হাজারের অধিক মানুষ।
শুক্রবার ২৯ অক্টোবর বিকালে শীলের তুয়া রাস্তার মাথা হতে দীর্ঘ পথ গাড়ির বহর সাজিয়ে বরন করে নেন আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, চৈক্ষ্য ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, ৩ নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা, ৪ নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাত পুং ম্রো।পরে স্ব স্ব ইউনিয়ন পরিষদ মাঠে সমবেত হয়ে সংক্ষিপ্ত আকারে সমাবেশের আয়োজন করা হয়।
২ নং চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জামাল উদ্দীনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চৈক্ষ্য ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উনুমং মার্মা।
সংক্ষিপ্ত সমাবেশে নৌকার মাঝি ফেরদৌস রহমান বলেন, উপস্থিত জনতার উদ্দেশ্যে আমি বিগত ৫ টি বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন কালীন ২ নং চৈক্ষ্য ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি মহোদয়ের দিক নির্দেশনা ও আন্তরিকতায় ইউনিয়নের আনাচে কানাচে আমি যতটুকু পেরেছি উন্নয়নের কাজ করেছি এবং বাকি উন্নয়নের কাজ চলমান রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন বাবু বীর বাহাদুর এমপিসহ মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত দ্বিতীয় বারের মত আমাকে নৌকা মার্কায় মনোনয়ন দিয়েছেন। আপনাদের গোলাম হিসেবে কাজ করার জন্য তাই আপনাদের দোয়া ও ভালবাসা দিয়ে আগামীতে ও এই ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিয়ে আগামী ২৮ ই নভেম্বর নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করেন।