অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার মিশন এলাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) অনুমোদিত বৃহত্তর রাঙ্গুনিয়া ও দোভাষীবাজার প্রচার অঞ্চলের আওতায় শ্রী শ্রী গৌর নিতাই নামহট্ট প্রচার কেন্দ্রের স্থায়ী ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
শ্রী শ্রী গৌর নিতাই নামহট্ট প্রচার কেন্দ্রের সাধারন সম্পাদক শ্রীমান পালক মাধব দাস এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, অর্থ সম্পাদক উত্তম মল্লিক, কাপ্তাই সীতার ঘাট মন্দিরের সাধারন সম্পাদক আশীষ দাশ, রাঙ্গুনিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুদিপ দাশ।
এসময় গৌর নিতাই নামহট্ট প্রচার কেন্দ্রের পরিচালনা পরিষদের সদস্য মহাপ্রভু গৌর হরি দাস, শুদ্ধসাগর গৌর দাস, সনাতন অদ্বৈত দাস, রূপানুগ মাধব দাস, শুভ কৃষ্ণ দাস, বাসুদেব সিকদার, জয় মহাজন সহ বিভিন্ন সনাতনী সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রী শ্রী গৌর নিতাই নামহট্ট প্রচার কেন্দ্রের সাধারন সম্পাদক শ্রীমান পালক মাধব দাস বলেন, এই প্রচার কেন্দ্রের ভূমি দাতা রাঙ্গুনিয়ার বাসিন্দা শ্রীমান টিটু কুমার দে সহ যারা বিভিন্ন ভাবে এই প্রচার কেন্দ্র বিনির্মানে সহযোগীতা করেছেন, তাদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া আগামী ১৩ নভেম্বর রোজ শনিবার অন্নকুট মহোৎসব উপলক্ষে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে সকলের উপস্থিতি তিনি কামনা করেছেন।