মিঠুন সাহা,পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫টি ইউনিয়ন এর মধ্যে ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ১২ জন পদপ্রার্থীর নাম শুনা যাচ্ছে। বর্তমানে সারা বাংলাদেশে চলছে তৃতীয় ধাপের ১০০৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন কার্যক্রম।তৃতীয় ধাপে খাগড়াছড়ি জেলার দিঘীনালা ও মহালছড়িতে নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে তার হাওয়া পানছড়ি উপজেলার বিভিন্ন পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে।যদিও আনুষ্ঠানিক ভাবে এখানো নির্বাচন তফসিল ঘোষণা করা হয়নি পানছড়ি উপজেলায়।কিন্তু এই উপজেলায় প্রতিটি অলিতে গলিতে চলছে নির্বাচনী দৌঁড়ঝাপ।প্রার্থীরা ক্লান্তিহীন ভাবে ছুটে চলছে সকাল সন্ধ্যা।
সম্ভাব্য প্রার্থীরা অনানুষ্ঠানিক আয়োজনে বাড়ি বাড়ি গিয়ে,চায়ের দোকানে আড্ডা দিয়ে জনগণের মাঝে প্রতিটি ইউনিয়ন এলাকাকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিতে দেখা যাচ্ছে।
কে বসতে চলেছে চেয়ারম্যান/ মেম্বার এর চেয়ায়ে আগামী পাঁচ বছরের জন্য।এই নিয়ে সাধারণ জনগণের মাঝে কৌতুহলের যেন অন্ত নেই।
নৌকার মার্কার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- ১নং লোগাং ইউনিয়ন থেকে পানছড়ি উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিলন সাহা। ৩ নং সদর ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন,সহ সভাপতি নূর মোহাম্মদ,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উৎপল চৌধুরী উজ্জ্বল,সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খাইরুল বশার বাবুল,যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজির হোসেন।
৪ নং লতিবান ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান কিরণ ত্রিপুরা।
৫ নং উল্টাছড়ি ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহির উদ্দিন,পানছড়ি উপজেলা যুবলীগের সভাপতি আল-আমিন,শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক শফিকুল আলম,উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুব্রত চাকমা।দলীয় সূত্রে জানা যায় নৌকার প্রত্যাশী সবাই আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব জানান,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানছড়ির ৫ টি ইউনিয়নে দলীয়ভাবে নৌকার প্রার্থী হিসেবে যাকে মনোনীত করবেন তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের অবশ্যই মূল্যায়ন করা হবে।সামনে যেকোনো সময় ৪র্থ ধাপের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হতে পারে ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য অনেকের নাম শুনা যাচ্ছে।
এই সময় তিনি আরও জানান,আমরা বলেছি দল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকা মার্কার প্রার্থী হতে চান তাদের বায়োডাটা জমা দেয়ার জন্য।দলীয় কার্যালয়ে আমাদের প্রস্তাবিত দপ্তর সম্পাদকের কাছে আগ্রহীরা তাদের বায়োডাটা জমা দিতে পারবেন।বায়োডাটা যাচাই বাছাই করে চূড়ান্ত মনোনয়নের জন্য জেলা আওয়ামীলীগ হয়ে কেন্দ্রে এসব আবেদনের তালিকা পাঠানো হবে। কেন্দ্র এবং মনোনয়ন বোর্ড যাকে নৌকা প্রতীক দিবেন তার হয়ে সবাইকে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে।
এই দিকে মনোনয়ন প্রত্যাশীতদের সাথে আলাপ কালে তারা জানান,দল যাকে নৌকার টিকেট দিবেন আমরা সবাই তার হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।