সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।
আলীকদম প্রতিনিধিঃ
‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২৮ অক্টোবর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আলীকদম উপজেলার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক (বিএমএসএফ) এর পক্ষ থেকে স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের আলীকদম প্রতিনিধি হাসান মাহমুদ,আজকের বিজনেস বাংলাদেশ এর আলীকদম প্রতিনিধি হিল্লোল দত্ত, দৈনিক আমার সংবাদ আলীকদম প্রতিনিধি রাসেল মজুমদার, দৈনিক যুগান্তরের আলীকদম প্রতিনিধি জয়দেব রানা, দৈনিক খোলা কাগজ এর আলীকদম উপজেলা প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, দৈনিক আমার বার্তার আলীকদম প্রতিনিধি সুজন চৌধুরী প্রমুখ।