মোঃ সাদ্দাম হোসেন(খাগড়াছড়ি)মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এ স্লোগানকে সামনে রেখে এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শেখ হাসিনার ভূমিকা শীর্ষক আলোচনা সভা, কেক কাটার মধ্যদিয়ে প্রতি বছরের ন্যায় এবারেও ২৭ অক্টোবর মাটিরাঙ্গায় উদযাপিত হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র প্রতিষ্ঠা বার্ষিকী। এ নিয়ে অত্র কমান্ডে’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন কমান্ড’র নেতৃবৃন্দরা।
২৭ অক্টোবর (বুধবার) মাটিরাঙ্গা উপজেলা জলপাহাড়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি’র সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন’র সঞ্চালনায়, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সভাপতি মোঃ তাজুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এম.হুমায়ুন মোরশেদ খান।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবু হিরন জয় ত্রিপুরা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ভাইস-চেয়ারম্যান দেলোয়ার হোসেন,জেলা সন্তান কমান্ড’র সভাপতি মোঃ হারুন মিয়া,সদুং মারমা প্রমূখ।
এসময় অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা, প্রজন্ম ও উন্নয়ন, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভূমিকা তুলে ধরেন।
এছাড়াও জেলা সন্তান কমান্ড’র নেতৃবৃন্দসহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,মোঃ মিজানুর রহমান, লিটন বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।