লেখক:আয়েশা সিদ্দিকা
শিক্ষার্থী:২য় বর্ষ,রাজনীতি বিজ্ঞান বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
জন্মদিন হচ্ছে পঞ্জিকা অনুসারে একজন মানুষের জন্মগ্রহণের দিবস।সাধারণত একটি নিদির্ষ্ট মাসের নিদির্ষ্ট তারিখে একজন মানুষের পক্ষে তার বাবা -মা,বন্ধুবান্ধব, আত্নীয় -স্বজন,প্রতিবেশী কিংবা ব্যক্তি কর্তৃক উৎযাপিত হয় এ দিনটি।শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্মদিন পালন করা হয় সারা বিশ্বে।একটা জন্মদিনের উৎযাপন পরিপক্ব একজন ব্যক্তিকে স্মরণ করিয়ে দেয় তার পুরোণো সব স্মৃতি,তার ভাল লাগা,তার জীবনের অর্জন।
আজ আমাদের প্রিয় লেখক জাফর ইকবালের জন্মদিন।একেক জনের কাছে তিনি একেক নামে পরিচিত। কথাসাহিত্যিক,বিজ্ঞান কল্পকাহিনীর লেখক, পর্দাথবিদ,শিক্ষাবিদ,আন্দোলনকর্মী,কলাম লেখক, প্রিয় স্যার, ইত্যাদি নামে নামাঙ্কিত করা হয় প্রিয় লেখককে।তাঁর জন্মদিনে জানাই শুভেচ্ছা।
*চলুন জেনে নিই আমাদের প্রিয় লেখকের কিছু বিষয়*
.জন্ম:২৩ ডিসেম্বর ১৯৫২সালে
বয়স :৬৭ বছর
জন্মস্থল :সিলেট
স্ত্রী :ড.ইয়াসমীন হক(১৯৭৮ সালে বিয়ে হয়)
সন্তান:নাবিল ইকবাল,ইয়েশমিন ইকবাল।
পেশা:লেখক,শিক্ষাবিদ ও পর্দাথবিদ।
কর্মজীবন :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমে তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের একজন অধ্যাপক ছিলেন।তারপর ২০১৯ সালে অবসরে যান। এরপর ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে সেখানে ১৮ বছর গবেষণা চালিয়ে দেশে ফিরে আবারো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ যুক্ত হন।
জাতীয়তা:বাংলাদেশী
ধরণ:উপন্যাস,বৈজ্ঞানিক কল্পকাহিনী, ছোটগল্প,
পুরস্কার :বাংলা একাডেমী পুরস্কার, জাতীয় চলচিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার।
চলচিত্র :দীপু নাম্বার টু,আমার বন্ধু রাশেদ ইত্যাদি।
আত্নীয়:হুমায়ুন আহমেদ(ভাই),আহসান হাবীব(ভাই)।
সবশেষে, আবারো আমার ব্যক্তিগত পক্ষ থেকে,আমাদের সবার পক্ষ থেকে এবং আমাদের পত্রিকার পক্ষ থেকে প্রিয় লেখককে জানাই জন্মদিনের শুভেচ্ছা এবং সুস্থতা কামনা করি।