কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ি এলাকা থেকে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ একব্যাক্তিকে আটক করা হয়েছে গত সোমবার বিকেলে। কাপ্তাই ৪১ বিজিবি’র কুকিমারা সিআইও ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ওই ব্যাক্তিকে আটক করে।
কুকিমারা সিআইও ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আছিকুর রহমান শেখ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। আটককৃত আসামী আপন জুটি তনচংগ্যা (৩৫) উত্তর দেবতাছড়ি এলাকার কিলামনি তনচংগ্যার ছেলে বলে জানান কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন।
পরে আটক ব্যক্তিকে বিজিবি সদস্যরা সোমবার সন্ধ্যায় উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও অস্ত্র তৈরীর অন্যান্য সরঞ্জামাদিসহ কাপ্তাই থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
ওসি জানান, আটককৃত আপন জুটি তনচংগ্যার বিরুদ্ধে বিজিবির টহল কমান্ডার বাদী হয়ে সোমবার রাতই কাপ্তাই থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের প্রেক্ষিতে কাপ্তাই থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। আসামিকে মঙ্গলবার রাঙামাটি কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।