নিজস্ব প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নানিয়ারচর থানায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেছেন রাঙামাটির পুলিশ সুপার।
শনিবার বিকালে নানিয়ারচর থানা ভবনের নিচ তলায় বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন রাঙামাটির জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ও সদস্য ইলিপন চাকমার পৃষ্ঠপোষকতায় থানায় এই বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, সদ্য যোগদানকৃত ওসি সুজন হালদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব, সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবী মামুন ভুঁইয়া, জুয়েল বড়ুয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশ সুপার থানার তত্ত্বাবধানে বামফিল্যান্ড এলাকায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন একটি পরিবারের ঘরের নির্ধারিত স্থান এবং থানায় হাঁসের খামার পরিদর্শন করেন।