চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতে কোভিড কর্নার চালু ও পর্যাপ্ত আইসিইউ শয্যা নিশ্চিত করতে বলেছেন। তিনি হাসপাতালে রোগী ভর্তিকালে তাদের এটেনডেন্ট বা অভিভাবকদের চিকিৎসার ব্যয়ভার সম্পর্কে অবহিত করার পাশাপাশি অতিরিক্ত কোনো বিল না করতে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও মালিকদের অনুরোধ জানান। প্রশাসক গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও মালিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের সচিব আবু শাহেদ চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী খান, ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম, ডা. কাউসার আলম, পুলক পারিয়াল, ডা. মো. এনামুল হক, এস এম মাহবুবুল হক, ডা. আহমেদ রহিম, অসিত দে, ডা. মো. ইউসুফ, ডা. আলম নুর প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশাসক সুজন বলেন, সব রোগী সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা পাবেন না। সরকারি পর্যায়ে অতিরিক্ত রোগীর চাপের কারণে চিকিৎসাসেবার সীমাবদ্ধতা আছে। তাই চিকিৎসক সমাজকে তাদের পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিক দিক বিবেচনায় জনস্বার্থে এগিয়ে আসতে হবে। প্রাইভেট হাসপাতাল মালিকদের করোনার প্রথম দিকের সময়ের মতো কোনো রোগীকে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি না করার মত অমানবিক কাজ থেকে বিরত থাকতে বলেন তিনি।