টুয়েল চাকমা ; নানিয়ারচর প্রতিনিধি।
২২ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ (শুক্রবার) বৃহত্তর রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার খামার পাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারে
দেব-মানব তথা সকল প্রাণীর হিতসুখ মঙ্গলার্থে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান, হাজার বাতি দান, কল্পতরু দান ও নানাবিধ দানের আয়োজন করা হয়।
এই মহান পূণ্যময় ধর্মীয় অনুষ্টানে সঞ্চালনা করেন লাবনী চাকমা ও আদর্শী চাকমা, অনুষ্টান শুরুর পূর্বে ধর্মীয় সংগীত পরিবেশন করেন প্রিয়াংখা চাকমা ও লিলি চাকমা,পঞ্চশীল প্রার্থনা করেন কমল কান্তি দেওয়ান।
এসময় ভিক্ষু সংঘের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন মহাবৌধি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ চাইন্দাসারা মহাথের।
এছাড়া আরো উপস্থিত ছিলেন খামার পাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পাঞাবংশ মহাস্থবির ভান্তে, নানিয়ারচর রত্নাকুর বন বিহারের বিহার অধ্যক্ষ শ্রদেয় বিশুদ্ধা নন্দ মহাস্থবির ভান্তে, ঘিলাছড়ি বিহারের বিহার অধ্যক্ষ জ্ঞান বংশ ভান্তে, হাজাছড়িমুখ ত্রিবাঙ্কুর বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান এবং পার্বত্য ভিক্ষু সংঘ নানিয়ারচর শাখার সাধারণ সম্পাদক শ্রদেয় ধর্ম জ্যোতি থের, ইনসাইড বুডিস্ট মেডিটেশন সেন্টার, কলকাতার শ্রদেয় ভদন্ত নন্দপাল থের সহ বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষু সংঘরা উপস্থিত ছিলেন।
অনুষ্টানে সকালের পর্বে স্বধর্ম দেশনা প্রধান করেন শ্রদেয় বিশুদ্ধা নন্দ মহাস্থবির ভান্তে ও জ্ঞান বংশ ভান্তে। বিকালের পর্বে স্বধর্ম দেশনা প্রধান করেন শ্রদেয় চাইন্দাসারা মহাথের, শ্রদেয় ধর্ম জ্যোতি থের, শ্রদেয় ভদন্ত নন্দপাল থের।
স্বধর্ম দেশনা প্রদান কালে ভিক্ষু সংঘরা বলেন, অনান্য দান যেকোনো সময়ে করা যায় কিন্তু এই কঠিন চীবর দান নিদিষ্ট সময়ে করতে হয় এবং সারা বছর নানান দানকার্য সম্পাদন করলেও এই কঠিন চীবর দানের ষোল ভাগের একভাগ এজন্য এই কঠিন চীবর দানকে শ্রেষ্ট দান হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
অনুষ্টানে প্রথম পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য বাবুঃ ত্রিদিব কান্তি দাশ, দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন কমান্ডার মহদয়ের প্রতিনিধি ক্যাপ্টেন পারভেজ রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন দর্শন চাকমা যন্টু, বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা রুপম দেওয়ান, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ জনাবঃ- মোঃ সাব্বির রহমান। নানিয়ারচর থানা পুলিশ পরিদর্শক ওসি তদন্ত জনাবঃ- মোঃ রফিকুল ইসলাম, খামার পাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারের সভাপতি শান্তি রঞ্জন কার্বারী ও সাধারণ সম্পাদক শুদ্ধোধন চাকমা, নবজ্যোতি চাকমা সহ হাজারো পুণ্যার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বিশেষ ক্ষমা প্রার্থনা পাঠ করেন আদর্শী চাকমা, এসময় স্বাগত বক্তব্য রাখেন নানিয়ারচর জোন কমান্ডারের প্রতিনিধি ক্যাপ্টেন পারভেজ রহমান, ত্রিদিব কান্তি দাশ, রুপম দেওয়ান, শুদ্ধোধন চাকমা।