অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের হেডম্যান পাড়া জনকল্যাণ বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বৌদ্ধ ধর্মের অন্যতম বড় ধর্মীয় এই কঠিন চীবন দান উৎসব উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয় জনকল্যাণ বৌদ্ধ বিহার প্রাঙ্গনে।
উক্ত কঠিন চীবর দান উৎসবে আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. পামোক্ষা মহাথের।
ওয়াগ্গা হেডম্যান পাড়া জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ কেমিন্দা মহাথের এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি ধাতুচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমঙ্গল মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বৌদ্ধ বিহারের ভদন্ত উ পঞ্চাবংশ মহাথের। এছাড়া প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দিপ্তীময় তালুকদার এবং সম্মানিত দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী। এদিকে উক্ত কঠিন চীবর দান উৎসবে ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বিদল জ্যোতি চাকমা, ভদন্ত ক্ষেমানন্দ বিক্ষু, ভদন্ত প্রজ্ঞাবদি থের। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগা সহ স্থানীয় গন্যমনান্য ব্যাক্তিবর্গ এবং দুর দুরান্ত থেকে আগত দায়ক দায়িকাবৃন্দ।