নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা পর্যায়ে ইতোমধ্যে প্রার্থীদের দৌড়ঝাঁপ লক্ষ করা যাচ্ছে। রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ২নং নানিয়ারচর ইউনিয়নে ইতোমধ্যে নির্বাচনী আমেজের গুঞ্জন উঠেছে। নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়োন চেয়ে সম্প্রতি আবেদন দাখিল করেছেন ছাত্রলীগ নেতা জুয়েল বড়ুয়া।
নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান তিনি। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন।
এবিষয়ে জানতে চাইলে জুয়েল বড়ুয়া বলেন, আমি বিগত বছরগুলোতে উপজেলা আ. লীগের সাথে একাতত্বার সাথে কাজ করেছি।নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, সভাপতি,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলাম, এই ছাড়া ও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় পদে দায়ীত্ব পালন করে যাচ্ছেন বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছি, হাল ছাড়িনি। এলাকার জনগণের চাওয়া ও দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই। আ. লীগের দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ী হব বলে আশা রাখি।
এক প্রশ্নউত্তরে জুয়েল বড়ুয়া বলেন, যুব সমাজ সহ নানিয়ারচর ইউনিয়নকে সুন্দরভাবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘এই তরুণ-যুবকদের আমরা একটা দক্ষ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই।’ তিনি এসময় তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে কর্মসংস্থান সৃষ্টি এবং এসব বেকারদের সুবিধা দেওয়া কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘তাঁদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার জন্যই উদ্যোগ নেওয়া যেতে পারে। কাজেই আমাদের আর কারও বেকার থাকার কোনো সুযোগ নেই। একটু যদি কেউ উদ্যোগ নেয়, তাহলেই নিজের পায়ে দাঁড়াতে পারবে।’
উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তরুণ প্রজন্মেকে সুযোগ দিতে হবে। ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ এবং এই গতিধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে। কারণ জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, আমাদের দেশকে আমাদেরই এখন এগিয়ে নিয়ে যেতে হবে।’
উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও
দারিদ্র্যমুক্ত দেশ। আর ২০৪১ সালে হবে উন্নত-সমৃদ্ধ দেশ। ‘আজকের যারা শিশু-কিশোর ও তরুণ, তাদের ভবিষ্যৎটা যেন আরও বেশি সুন্দর ও উজ্জ্বল হয়, সফল হয়, সেদিকে লক্ষ রেখে আমি দলীয়ভাবে নৌকা প্রতীকে মনোনয়নের প্রত্যাশী।
এসময় প্রেস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ তিন শতাধিক নেতাকর্মী ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন। এসময় সমাগত জনতা জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে দলীয় কার্যালয় ও আসপাশ এলাকা মুখরীত করে তোলে। জনসাধারণের সাথে আলাপচারিতায় জানা যায়,
সে মিষ্টভাসি, সদা সর্বদা সমাজকাঠামোয় উন্নতি সাধনের চেষ্টায় নিজেকে ব্যাস্ত রাখেন।
পিছিয়ে পড়া মানুষের কল্যাণ সাধনে সর্বদা থাকেন সচেষ্ট।
জানা যায়, নানিয়ারচর উপজেলার যে সকল ইউনিয়নে নির্বাচন হবার কথা নানিয়ারচর সদর, সাবক্ষ্যং, ঘিলাছড়ি, বুড়িঘাট ইউনিয়নে ভোট হবে। দলীয় ভাবে প্রতীক বরাদ্দসহ মনোনয়ন চেয়ে উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন জমা পড়েছে ৩টি ইউনিয়নে।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, ৪টি ইউনিয়ন এর মধ্যে নানিয়ারচর ইউনিয়নের ৪জন,বুড়িঘাট ইউনিয়নেই ৩জন,ঘিলাছড়ি ইউনিয়নে ১ জন করে চেয়ারম্যান পদে নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন।
এই ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা বলেন, আওয়ামীলীগে থেকে সবাই নৌকার পক্ষ হয়ে কাজ করতে চাই। বিগত নির্বাচনের চেয়ে নৌকার যোগ্য মাঝিকেই মনোনয়ন দিয়ে মাঠে নামবো এবং সকলেই নৌকা প্রতীকে জয়ের মাল্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেতা দীপংকর তালুকদারের হাত শক্তিশালী করব।
তবে বিদ্রোহী প্রার্থী হয়ে দাড়াতে চাইলে দল তার বিপক্ষে শক্ত অবস্থান করবে। পরিশেষে দল থেকে যাকে নৌকা প্রতীক দেয়া হবে সবাই তার জন্যই ঐক্যবদ্ধভাবে কাজ করার ও আহ্বান জানান এই নেতা।