শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার
কোভিড-১৯-এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় উখিয়া প্রেসক্লাবকে ২ শত পিস কাপড়ের মাস্ক উপহার দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন। সোমবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসনের কক্ষে এই মাস্ক উপহার দেওয়া হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা নিজ হাতে উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল ও সহ সাধারণ সম্পাদক আমানুল হক বাবুলকে কাপড়ের মাস্ক তুলে দেন। উখিয়া প্রেসক্লাবে যারা নির্বাচিত হয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, সার্জিক্যাল মাস্ক অপচনশীল। এটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখন থেকে সার্জিক্যাল মাস্ক পরিহার করে কাপড়ের মাস্ক ব্যবহার করতে হবে। তিনি এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীও দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন সার্জিক্যাল মাস্ক পরিহার করে কাপড়ের মাস্ক ব্যবহার করার জন্য।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহেদ সরওয়ার সোহেল ও উখিয়া প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা প্রমুখ।