মোঃ সাদ্দাম হোসেন,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার,এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাটিরাঙ্গা পৌরসভার ৪.৫.৬ নং ওয়ার্ডের অপরাধ দমনে বিট পুলিশিং (বিট নং-২) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার(২১অক্টোবর)মাটিরাঙ্গা বাজার সংলগ্ন অন্তরঙ্গ ক্লাবের মিলনায়তনে অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় আনা,সাম্প্রদায়িক সম্প্রতি বজায় ও সচেতনতা সৃষ্টির লক্ষে বিট পুলিশং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি সোহাগ মজুমদার এর সঞ্চালনায়,০৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা থানার (ওসি তদন্ত) মোঃ আমজাদ হোসেন।
আলোচনা সভায় ৪.৫.৬ নং ওয়ার্ডের বিট অফিসার মোঃ ইব্রাহিম খলিল-এসআই, বলেন এর সামাজে বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদক সেবন ও মাদক ব্যবসা, ডিজিটাল অপরাধ সমূহ, এ সংক্রান্ত এবং বাজারে ঘটে যাওয়া নানা অপরাধ দমনে বাজারে ব্যবসায়িক ও সামাজের ভূমিকা নিয়ে জন সচেতনতা মূলক সচ্ছ ধারণা দেন এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্য মাটিরাঙ্গা থানার (ওসি তদন্ত) মোঃ আমজাদ বলেন,বিট পুলিশিং এমন একটি কার্যক্রম, যার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব। সেবা নিতে জনগণকে পুলিশের কাছে যেতে হবে না। পুলিশই জনগণের কাছে যাবে সেবা নিয়ে। এ ধারণা থেকেই বিট পুলিশিং সম্প্রসারণের কাজ শুরু করা হয়।আপনার আশে পাশে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা মাত্রই সংশ্লিষ্ট এলাকার বিট অফিসারকে তথ্য দিন। পুলিশ আপনার পরিচয় গোপন রেখে সর্বাধিক সহযোগিতা করবে,এতে করে একটি নিরাপদ সমাজ গঠন করা সম্ভব।তিনি আরও বলেন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য জনপ্রতিনিধি,নাগরিক সমাজসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তি গোষ্ঠীকে প্রতিহত করতে হবে আমাদের।
সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম সোহাগ(কাউন্সিলর) বলেন,সাম্প্রতিক সময়ে দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে,আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাহাতে করে এই গোষ্ঠী যেন কোন খারাপ কাজে সাধারণ মানুষকে লিপ্ত না হতে পারে।তিনি আরও বলেন মাটিরাঙ্গা পৌর সদর ওয়ার্ডে সকল ধর্মের জনগণ ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রে বসবাস করছেন, সকলের মাঝে সম্প্রীতির সহাবস্থান রয়েছে।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা থানার এসআই এ কে এম হাসান মাহমুদুল,ইমাম হারুনুর রশিদ,বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলার জন্মাষ্টমী পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুল বনিক, মাটিরাঙ্গা কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি ব্রজলাল দে প্রমুখ।