মো. রবিউল হোসেন, নিজস্ব প্রতিনিধি- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ও তিনটহরী-শান্তিনগর সড়কে মানিকছড়ি খালের ওপর নির্মিত ব্রীজ উদ্বোধন করলেন খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)।
বুধবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মানিকছড়ি উপজেলা পরিষদ চত্ত্বরে এলজিইডির ৭ কোটি ৩ লক্ষ ৬ হাজার ২১৬ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খাগড়াছড়ি সাংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এরপর উপজেলার তিনটহরী বাজারের পশ্চিম পাশে তিনটহরী-শান্তিনগর সড়কে খালের ওপর পার্বত্য উন্নয়ন বোর্ড কর্তৃক প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ জনচলাচলে উদ্বোধন করেন সাংসদ ও তাঁর সঙ্গীয় অতিথিরা।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, মো. মাঈন উদ্দীন, শাহিনা আক্তার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহাজাহান, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, জেলা সহকারী প্রকৌশলী মো. বেলাল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, উপজেলা প্রকৌশলী মো. আবদুল খালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ. রাজ্জাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. শহীদুল ইসলাম মোহন, ক্যয়জরী মহাজন, মো. আবুল কালাম আজাদ, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেনসহ জেলা, উপজেলার দলীয় নেতাকর্মী এবং সরকারী বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।