নিজস্ব প্রতিনিধি :
অসহায় মায়ের কোলে অসুস্থ সন্তান আদনান সামি বয়স ২ মাস সন্তানের সঠিক চিকিৎসার খোঁজে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন মা সাবানা খাতুন। কী করবে? কোথায় যাবেন? তা নিয়ে চোখের পানি ফেলে দিন কাটছে এই মায়ের। কথা বলতে গেলেই নিজের সন্তানের সঠিক চিকিৎসার জন্য সাহায্য চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এই মা। ঘটনাটি নানিয়ারচরের উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের। সেই ওয়ার্ডের ১নং টিলা গ্রামের মো:মাহবুব আলম খাঁ ও সাবানা আক্তারের সন্তান আদনান । নিজস্ব কোনো ভালো ঘরবাড়ি ও নেই পরিবার চালানোর মতো কোনো উপার্জনের ব্যবস্থা। একদিকে সন্তানের চিকিৎসার চিন্তা করছেন মা অপরদিকে সন্তানের চিন্তা মাথায় নিয়ে কাজ করে যাচ্ছেন বাবাও। জন্মের পর থেকেই স্বাভাবিক জীবনযাপনে বাধা সে মায়ের গর্ভে থেকেই জন্ম নিয়ে অসুস্থ ছোট্ট এই শিশুর জীবনে পায়ুপথ রাস্তা না থাকায় শিশুর জন্য মা ও বাবা চিন্তিত। । সন্তানের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সাহায্য চান তারা। সন্তানের এমনি অসুস্থতায় যেন নিরুপায় পরিবারটি। জানা যায়, চলতি বছরের আগষ্টের ১৩ তারিখে জন্ম নিয়েছে অসুস্থ শিশু আদনান সামি। এর পর বিভিন্ন মানুষের কাছে সাহায্য নিয়ে রাঙ্গামাটি সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় আদনান সামিকে। ডাক্তারের আশ্বাসে উন্নত চিকিৎসার ফলে সে সুস্থ্য হতে পারবে শিশুটি। প্রচুর অর্থ লাগাবে বর্তমানে প্রায় নিঃস্ব যেন পরিবারটি। সন্তানের সঠিক চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে পরিবারটি। এদিকে শিশুটির পাশে দাঁড়িয়ে পরিবারটি সাহায্যের জন্য এগিয়ে এসেছেন জেলার ও উপজেলার দুই একজন।
মা সাবানা বলেন শিশুটির অবস্হা সংকটাপন্ন। শিশু আদনানের চিকিংসা ও মেডিকেলে ভর্তির যাবতীয় ব্যবস্হা করাতে অনেক কষ্ট হচ্ছে যথাসাধ্য চেষ্টা করছি, শিশু আদনানকে বাঁচাতে সমাজের সহৃদয় বৃত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি। স্থানীয় ইউপি সদস্য নেকজান বেগমসহ কয়েকজন বলেন, জন্মের পরেই শিশুটিকে দেখছি এভাবেই কষ্টের জীবনযাপন করছে। বাবা-মা অসহায়, কী করে শিশুটিকে সঠিক চিকিৎসা দেবে? যেখানে নিজেরাই আছেন কষ্টে ওপর সেখানে সন্তানের সঠিক চিকিৎসা কী করে দেবে? সরকার থেকে যদি শিশুটির উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয় তাহলে অনেক ভালো হয়। শিশুটির মা সাবানা কান্নাজড়িত কণ্ঠে বলেন, জন্মের পর থেকেই দেখি আমার ছেলে এভাবে অসুস্থ অবস্থায় হয়েছে।
এর আগে অনেকদিন মানুষের কাছে টাকা নিয়ে ছেলেটার চিকিৎসা করেছি। এখন আমার বাবা (আদনান)এর অবস্থা অনেক খারাপ, কী করে তাকে বাঁচাব? আমার ছেলেকে সুস্থ্য করার জন্য আপনারা একটু এগিয়ে আসুন। আমি আমার ছেলেকে সুস্থ করতে চাই। এ ব্যাপারে কেউ সহযোগিতা করতে চাইলে শিশুর মা সাবানা ও শিশুটির মামা নুরজামালের সাথে যোগাযোগ করে (০১৮২০৩৫৯৪০৫,০১৬১০৩৫৯৪০৫) সহায়তা করা যাবে।