বাঘাইছড়ি প্রতিনিধি:
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকে শেখ রাসেলের জন্মদিন জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয় ।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে উক্ত সেমিনার কোরআন, গীতা, ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ জাফর আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কৃষি কর্মকর্তা অলি হালদার, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, স্বাস্থ্য বিষয়ক কর্কমর্তা মোঃ ইফতেখার আহম্মেদ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী হোসেন, অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন খান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারিগণ।
আয়োজিত সেমিনারে বক্তাদের বক্তব্যে মূল বক্তব্যটি হলো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি- বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
বক্তব্য শেষে শহীদ শেখ রাসেলের জন্য দোয়া-খায়ের করা হয় এবং শেখ রাসেল জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় সমূহে রচনা প্রতিযোগিতা, আইসিটি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। পরিশেষে সকলের উপস্থিতিতে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ও কৃষি কর্মকর্তা অলি হালদার দুটি বৃক্ষ রোপণ করেন।