রাজস্থলী ( রাঙামাটি) প্রতিনিধি:
রাজস্থলী উপজেলার পাহাড়ে বসবাস রত অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে সহায়তা প্রদান করলেন কাপ্তাই সেনা জোন। ১৮ অক্টোবর সোমবার দুপুর ১১ টায় রাজস্থলী উপজেলাধীন ঘিলাছড়ি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে
অসহায় হত দরিদ্র নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন কাপ্তাই সেনা জোনের ৫৬ ইস্ট বেঙ্গল।
কাপ্তাই সেনা জোন এর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আনোয়ার জাহিদ (পিএসসি) সার্বিক সহযোগিতায় অসহায়দের হাতে নগদ অর্থ ও ছাগল সহায়তা তুলে দেন রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল আরেফিন, এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ড অফিসার সাইফুল ইসলাম সাংবাদিক,আজগর আলী খান, হারাধন কর্মকার প্রমূখ । বিতরণ কালে মেজর নাজমুল আরেফিন বলেন, এলাকায় অসহায় দের স্বাভল্মভী করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে এ সহায়তা। সেনাবাহিনী আপনাদের পাশে আছে, পাশে থাকবে। যে কোন সমস্যা মোকাবেলায় প্রস্তুত।