কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাই উপজেলাধীন ৩নং চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নেথোয়াই মারমার মর্মান্তিক হত্যাকান্ডের প্রতিবাদে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিব রেজা লিমন এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, সহ সভাপতি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক স্বপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, আওয়ামী লীগ নেতা দয়ারাম তনচংগ্যা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবলু বিশ্বাস অমিত সহ এইসময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জেএসএস’র (সন্তু লারমা) অস্ত্রধারী সন্ত্রাসীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের উপর ধারাবাহিক হামলা করে আসছে। তারই অংশ হিসাবে চিৎমরম ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে তারা হত্যা করেছে। বক্তাগণ, ঘটনার নিন্দাসহ অবিলম্বে নির্বাচনের পূর্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক- বড়ইছড়ি বাজার প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ১২ টায় ১০ থেকে ১২ জনের অস্ত্রধারী সন্ত্রাসী দল কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়ন এর আগা পাড়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নেথোয়াই মারমাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।