রিপন ওঝা, মহালছড়ি,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মহালছড়িতে সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইকরণ উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর সকাল সাড়ে ১১.০০ ঘটিকায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লাল মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান পদে দলীয়ভাবে একক প্রার্থী হিসেবে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলের নাম প্রস্তাব করেন।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন কমিশন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মহালছড়ি উপজেলাতে ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের প্রস্তাবে ও সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ লাল মিয়ার সমর্থনে সদর ইউনিয়নের চূড়ান্ত প্রার্থী হিসেবে রতন কুমার শীল হিসেবে মনোনীত হন।
এ সময়ে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন আনু,সাংগঠনিক সম্পাদক ক্যাচিংমিং চৌধুরী, সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা এ কে এম হুমায়ূন কবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়া, আবদুল জলিল, মিন্টু মিয়া প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দগ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।