মংহাইথুই মারমা,রুমা(বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানে রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের দুর্গম এলাকার সুবিধা বঞ্চিত আটটি পাড়ারবাসীদের মাঝে বড় ডেকচি, সাউন্ড বক্স ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে পাইন্দু ইউনিয়ন অস্থায়ী কাযার্লয়ে বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা। এ সময় নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী, পুরুষ ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বম ও ৩নং রেমাক্রী প্রাংসা ইউনিয়নের চেয়ারম্যান জিরা বমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পাইন্দু ইউনিয়ন সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থবছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় পাইন্দু ইউনিয়নের ছান্দালা পাড়া, নিয়াংক্ষ্যং পাড়া, খামতাং পাড়া, জুরভারং পাড়া, পাইন্দু পাড়া ও তংমক পাড়া, পলিতং পাড়া ও ক্যলুংক্ষ্যং পাড়ার সকল পাড়ার প্রধান ( কারবারী) উপস্থিতে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা।
বিতরণী অনুষ্ঠানে পাইন্দু চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, যেখানে দুর্গম এলাকা সেখানে সুবিধা থেকে বঞ্চিত না হওয়ার লক্ষ্যে ও উদ্দেশ্যকে সামনে রেখে বরাদ্দকৃত ভোক্তাভোগীদের মাঝে হ্যান্ড স্প্রে মেশিন ১০০টি, স্প্রে মেশিন ১০০টি, পোকামাকড় দমনের ওষুধ ১০০টি, ডেকচি ৬টি ও সাউন্ড বক্স ২টি পাড়াবাসীদের সকল প্রতিনিধিত্বে সম্মুখে প্রদান করেছি।