রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটির রাজস্থলী তে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” স্লোগানকে সামনে রেখে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস- পালিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৩ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, মৎস্য অফিসার ছাবেদুলহক, উপজেলা প্রকল্প কর্মকর্তা রবিউল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল আহমদ খান সাংবাদিক চাউচিং মারমা প্রমূখ।