লেখক: আয়েশা সিদ্দিকা
যেমন ছিলাম, তেমন আছি
বন্ধু তোমার পাশাপাশি,
ভাবছো হয়তো ভুলে গেছি
কেন ভাবছো মিছেমিছি
বন্ধু মানে কাছে আছি।
যদি আমাকে জানতে চায় পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্কের নাম কি?আমি অনায়াসে সবাই বলবে বন্ধুত্ব। কারণ বন্ধুত্ব মানে আত্নার আত্নীয় সম্পর্ক,যা কখনো কখনো রক্তের বন্ধনের সম্পর্ককে ছাড়িয়ে যায়।বন্ধুত্ব হলো এক বা একাধিক মানুষের মধ্যে এমন একটি সম্পর্ক, যাতে রয়েছে একে অপরের প্রতি স্নেহ।আসলে কি শুধু স্নেহ?
না আমার কাছে বন্ধুতো মানে একে অপরকে সম্মান দেওয়া,একতা রাখা,বিশ্বাস করা,যত্ন নেওয়া।এ চারটি জিনিস একজন মানুষের মধ্যে না থাকলে সে কখনো বন্ধু হবার যোগ্য নয়।যে কথা কাউকে বলা যায় না না অনায়াসে বন্ধুকে বলা যায়।বন্ধু মানে কখনো শিক্ষক, কখনো সকল দুষ্টামির একমাত্র সঙ্গী।
বন্ধু কেমন করে ছিনবেন?বন্ধুত্ব কেমন?কেমন সম্পর্ক হওয়া উচিত?ভাবছেন বন্ধুর মধ্যে প্রকারভেদ আছে নাকি?বন্ধু মানে তো বন্ধু।আসলে সবার এমন ভাবনা আসে,আমার কাছে বন্ধু তাকে বলা উচিত আপনি যাকে নিয়ে এতো ভাবছেন, এতো ভাল ভাবেন, ভাবছেন সে আপনার সব বিপদে পাশে থাকবে, সারাজীবন বন্ধুত্ব থাকবে।আমি বলবো একটু দাড়ান,আগে ভেবে দেখুন আপনি যাকে বা যাদের বন্ধু ভাবছেন তাদের বন্ধুতের তালিকায় আপনার নামটা প্রথমে আছে কিনা,সে ও কি আপনাকে আপনার মতো বন্ধু ভাবছে?
সামান্য ভুল বুঝা-বুঝি যদি বন্ধু সম্পর্ক নষ্ট হয়, যে ব্যাপারটা সামান্য আলোচনায় মিটে যেত,সেটা যখন দীর্ঘ দিন মনে পুষে রাখা হয় তখন এ বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়,তখন বুঝবেন বন্ধু সবাই হয় না,তার চেয়ে আগে জেনে নেওয়াটা উত্তম, বন্ধু নির্বাচন করতে কেমন বন্ধু হওয়া দরকার।
*চলুন জেনে নিই আমাদের প্রিয়
বন্ধুত্ব রক্ষার উপায়সমূহ*
১.ভালো শ্রোতা হন,বন্ধুদের আড্ডায় নিজে একা সব কথা বলবেন না,অন্যকেও সুযোগ দিন বলতে।
২.বন্ধুর সমস্যা গুলো নিয়ে হাসাহাসি করবেন না।
৩.বন্ধুর দেওয়া ফেবুর পোষ্ট নিয়ে গ্রুপে বলবেন না বা হাসাহাসি করবেন না,একান্তে তাকে বলবেন,কারণ সবার কম-বেশি বুঝার ক্ষমতা আছে,একান্তে তাকে বলুন, না হলে অপর বন্ধুটি আপনার ক্ষতি করে বসতে পারে।
৪.বন্ধুদের সম্মান দিতে শিখুন,নিজেও পাবেন।
৫.বন্ধুত্বের মধ্যে ব্যক্তিগত ইস্যুকে আনবেন না।
৬.ভুলের জন্য বন্ধুকে সরি বলতে শিখবেন, তা না হলে বন্ধুত্বের মধ্যে ক্ষমতার প্রভাব চলে আসবে ক্ষতি করার জন্য।
৭.বিপরীত লিঙ্গের প্রতি সম্মান প্রর্দশন করুন,তখন আপনিও সেই সম্মান পাবেন যেটা আপনি দিবেন।
৮.পুরোনো বন্ধুকে হারিয়ে ফেলবেন না,বন্ধুকে সময় দিন,ব্যস্ততার মাঝেও বন্ধুকে সময় দেওয়াই প্রকৃত বন্ধুর কাজ।
৯.বন্ডিং কথাটি তখন এ অপর বন্ধুকে বলবেন যখন আপনি সেটা বুঝবেন,বন্ডিং মানে বন্ধুতের মধ্যে একতা থাকা।
১০.বন্ধুত্বের মধ্যে বিশ্বাস রাখুন,তৃতীয় ব্যক্তির কথা শুনে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরাবেন না।
১১.দুমুখো কথা বলে এমন বন্ধু থেকে দূরে থাকুন।
১২.বন্ধুত্বের মধ্যে সমস্যা হলে সরাসরি আলোচনায় বসুন,সত্যটা জানতে চান,হঠ্যৎ করে দোষ দিয়ে বসবেন না।
১৩.বন্ধুর কোন কিছু পছন্দ না হলে তাকে একান্তে বলুন,শুনতে তিক্ত হলেও বন্ধুত্ব মধুর হবে।
১৪.বন্ধুতে সৎ থাকুন,আপনি যেমন তেমনি প্রকাশ করুন।
১৫.মিথ্যা ধারণা দিয়ে বন্ধুত্ব গড়ে তুলবেন না।
১৬.কৃত্রিমতা বর্জন করে,নিজের ব্যক্তিত্ব বজায়,রাখুন।
১৭.বন্ধুত্ব টাকা, পয়সা, অহংকার আনবেন না,এটা নিচু মানসিকতা বোঝায়।
১৮.মনের মতো বন্ধু পেলে সততা রাখুন কারণ সততা, প্রিজারভেটিভ ছাড়া বন্ধুতের বৃক্ষকে সতেজ রাখে।
সবশেষে বলবো আগে বন্ধুকে বুঝতে শিখুন!