অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাই পুলিশ ফাঁড়ির সাথে কাপ্তাই ইউনিয়ন এর ২ টি পূজা মন্ডপের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা শুক্রবার সকাল ১০টায় কাপ্তাই পুলিশ ফাঁড়িতে অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপুজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং সরকারি নির্দেশনা মেনে যাতে মন্দিরে আগত ভক্তরা প্রতিমা দর্শন করতে আসেন সেইজন্য সকলের সহযোগিতা কামনা করা হয় ।
এসময় কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.শাহিনুর রহমান, কাপ্তাই পুজা উদযাপন কমিটির সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, ব্রীকফিল্ড মন্দির পরিচালনা কমিটির সভাপতি দুলাল মল্লিক,সম্পাদক কাজল দাশ বরণ উপস্থিত ছিলেন।