।।নিজস্ব প্রতিবেদক।।
রাঙ্গামাটি সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন নাজমা বিনতে আমিন। তিনি হাটহাজারী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিদায়ী ইউএনও ফাতেমা তুজ জোহরা উপমা নিকট থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। অপরদিকে বিদায়ী ইউএনও ফাতেমা তুজ জোহরা উপমা মন্ত্রণালয়ের উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
নতুন কর্মস্থলে যোগদানে ইউএনও নাজমা বিনতে আমিনকে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান। এছাড়া প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।