রাজস্থলী ( রাঙামাটি) প্রতিনিধি ঃ
রাঙ্গামাটির রাজস্থলীতে মিনি ট্রাকভর্তি সেগুন কাঠ জব্দ করেছে কাপ্তাই জোনের অধীন বাঙালহালিয়া ক্যাম্পের সেনা সদস্যরা । যার বর্তমান বাজার মূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
বুধবার (৬ অক্টোবর) সকাল ৮ টায় উপজেলার হেডম্যান পাড়া থেকে এসব কাঠ জব্দ করে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন ওয়ারেন্ট অফিসার তসলিম উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাঙ্গালহালালিয়া হেডম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে সেগুনের গোল কাঠ বোঝাই একটি মিনি ট্রাক আটক করা হয়েছে। এ দিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাই গাছের মালিক, ড্রাইভার সহ হেলপার পালিয়ে যায়।
তিনি আরও বলেন, জব্দকৃত এসব সেগুনের বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। জব্দকৃত সেগুন কাঠ ভর্তি মিনি ট্রাকটি সেনাবাহিনীর উপস্থিতিতে পদুয়া খুরুশিয়া রেঞ্জে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে বন মামলার প্রক্রিয়াধীন রয়েছে।