রাঙ্গামাটি নিউজ ২৪ ডট কম
সমগ্র বিশ্ব যখন মহামারি করোনায় আক্রন্ত। তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সচেতন মূলক বিভিন্ন পদক্ষেপ মেনেচলার নির্দেশ দেয় তার মধ্যে হাত মুখ ধোয়াকে বিশেষ গুরুত্ব দেয় তখন দেশে স্যানিটাইজার সহ বিভিন্ন জীবাণু নাশক ও হ্যান্ডওয়াসের দাম বেড়ে যায়। এরই ফলে বিভিন্ন কোম্পানী বিভিন্ন ধরনের জীবাণু নাশক প্রোডাক্ট তৈরির কাজে ব্যস্ত। এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী লাভের আশায় নকল পণ্য তৈরি করে অনুমোধন ছাড়ায় বাজারজাত করে আসছে জনগণকে বিপদের মুখে ফেলে।
এর মধ্যে হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৭২ বােতল নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ
করেছে উপজেলা প্রশাসন।
২৫ শে নভেম্বর ২০২০ ইং রোজ বুধবার বেলা ১১ ঘটিকার সময় নির্বাহী অফিসার রুহুল আমিন স্যারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জব্দকৃত স্যানিটাইজার সহ ডিলার বাহাদুর আলমকে ৩০ হাজার টাকা। অর্থদন্ড ও মুচলেখা নেয় নকল পণ্য বাজারজাত করার অপরাধে।
শীতের মৌসুমে অসাধু একটি চক্র সাধারন ক্রেতাদের ঠকাতে অনুমােদনহীন এসব পণ্য বাজারজাত করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন প্রতিবেদককে জানান, গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত অনুমােদনহীন নকল স্যানিটাইজার জব্দ করে ও নকল পণ্য বাজারজাত করার অপরাধে ডিলারকে অর্থদন্ড করা হয়। উক্ত জব্দকৃত হ্যান্ড স্যানিটাইজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়ােকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যানের সহায়তায় প্রাথমিক ভাবে যাচাই করে দেখা গেছে WHO standard pH (5-6) সেখানে জব্দকৃত স্যানিটাইজার এর pH=৮.৪১।