।।নিজস্ব প্রতিবেদক।।
” সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন ” এই প্রতিপাদ্য রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ মামুন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি সমাজ সেবার উপ-পরিচালক মোঃ ওমর ফারুক, রাঙ্গামাটির বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ সহ রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি, বিয়ের নিবন্ধন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, ভোটার তালিকা তৈরি এবং জমি নিবন্ধনে জন্ম সনদ ব্যবহার বাধ্যতামূলক করা হয়।