রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় দুর্গম পাহাড়ে হেডম্যান কার্বারী সম্মেলন অনুষ্টিত হয়েছে।
৪ অক্টোবর সোমবার উপজেলার মিতিংগ্যা ছড়ি এলাকায় ৫৬ বেঙ্গল রেজিমেন্টের কাপ্তাই জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ এর নির্দেশনায় রাজস্থলী সাব জোনের উদ্যােগ মিতিংগ্যা ছড়ি ক্যাম্প কমান্ডার লেঃ শম মুবতাসীন মালিয়াত সৌধ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ওয়ারেন্ড অফিসার মোঃ আকরাম হোসেন, ওয়ারেন্ড অফিসার মোঃ শুক্কুর আলী সহ হেডম্যান কার্বারী বৃন্দ।
বক্তব্যে মেজর হাসান বলেন, শান্তি সম্প্রীতি উন্নয়ন যদি এ এলাকায় প্রতিষ্টিত হয়। তাহলে সকলে মিলে মিশে বসবাস করা যায়। পাহাড়ে যারা উন্নয়নে বাঁধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে। সকলে যারযার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, কয়েক দিনের ভিতরে একটি ভ্রাম্যমান ম্যাডিকেল ক্যাম্প হবে। সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরন করবে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।